গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মৎস্য প্রদর্শনী খামার এর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে। বুধবার (২৭ এপ্রিল) বিভিন্ন এলাকা থেকে আগত ১৮ জন মৎস্যচাষীর মাঝে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেয় মৎস্য অধিদপ্তর।
উপজেলা সানঘাট এলাকার মৎস্যচাষী মুকুল জানান, সরকারিভাবে প্রদর্শনী খামার এর জন্য ২০ হাজার টাকা বরাদ্দ থাকলেও নগদ ৫ হাজার টাকা ও ২’শ কেজি খাবার প্রদান করে মৎস্য অফিস। সব মিলিয়ে তার আনুমানিক মূল্য ১৪হাজার টাকা।
গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার সহিদুর রহমান জানান, ভ্যাট,আইটি সহ খামারিদের কাছ থেকে শতকরা ২১% টাকা কেটে নেওয়া হয়েছে। ভ্যাট,আইটি কেটে নেওয়ার কাগজপত্র দেখতে চাইলে তিনি উপজেলা হিসাব রক্ষক অফিসে যোগাযোগ করতে বলেন।
মেহেরপুর জেলা মৎস্য অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়া জানান, উক্ত টাকার উপরে শতকরা ১৩% ভ্যাট,আইটি নেওয়ার নির্দেশনা আছে। তবে এর বেশি যদি টাকা কেটে নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৭.২০২২//

Discussion about this post