Print Date & Time : 11 May 2025 Sunday 2:44 pm

গাংনীর সাহারবাটী গ্রামে তামাক ঘরে আগুন

গাংনী উপজেলার সাহারবাটী বেলে মাঠপাড়ায় নজরুল ইসলাম নামের এক চাষীর তামাক ঘরে আগুন লেগে সমস্ত তামাক পাতা পুড়ে ছাই হয়েছে। এতে লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান চাষী নজরুল ইসলাম। বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময়  তামাকের পাতা মেন পাইবে পড়ে গেলে, সেখান থেকে আগুন লেগে যায় বলে ধারনা করেন এলাকাবাসী। এতে মুহুর্তের মধ্যে তামাক ঘরের সমস্ত পাইপ ও পাতা পুড়ে ছাই হয়ে যায়। ৯৯৯ এ কল দিলে বামুন্দী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে বাকি আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ চাষী নজরুল ইসলাম জানান, ঘরের পাইপসহ তামাক পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

বামুন্দী ফায়ার সার্ভিস ষ্ট্রেশনের অফিসার ইছাহাক আলী বিশ্বাস (ভারপ্রাপ্ত) বলেন, তামাক জ্বালানো আগুন থেকেই আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান পর্যবেক্ষণ করার চেষ্টা চলছে।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৩,২০২৩//