Print Date & Time : 11 May 2025 Sunday 10:31 pm

গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর মনােনয়নপত্র প্রত্যাহার

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এরা হলেন- মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। অন্যজন হলেন-গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম।

মঙ্গলবার ( ৩০ এপ্রিল) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জানা গেছে, গাংনী উপজলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রার্থী তাদের মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে দাখিল করেন। এই দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভােটে অংশ নিচ্ছেন ৮জন। এরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এমএ খালেক, সাবেক চেয়ারম্যান অ্যাড. এ কে এম শফিকুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড: রাশেদুল হক জুয়েল, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক লায়লা আরজুমান বানু শিলা ও আওয়ামী লীগ নেতা মুকুল আহম্মেদ।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-ফারুক হাসান, দেলোয়ার হোসন মিঠু ও রেজাউল করিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জাকিয়া আক্তার ও নাছিমা খাতুন।

দ্বিতীয় দফায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে আগামী ২১ মে গাংনী উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ এপ্রিল ২০২৪