Print Date & Time : 21 July 2025 Monday 7:24 am

গাংনী কলেজ অধ্যক্ষ ও সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি ও অধ্যক্ষ খোরশেদ আলীর পদত্যাগের দাবিতে মাবববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর ব্যানারে মঙ্গলবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গাংনী পৌর বিএনপির নেতা শাহাজান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান, গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ নাসির উদ্দীন, সহকারী অধ্যাপক বেদারুল আলম, সাজেদুল ইসলাম বুলু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খােরশেদ আলী নিজেকে আওয়ামীলীগ দাবি করে  কলেজের নিয়ােগ বাণিজ্যসহ নানা রকম অপকর্ম করেছেন। বক্তারা আরাে বলেন, অধ্যক্ষ খােরশেদ আলী বয়সজনিত কারণে অবসর যাওয়ার কথা। কিন্তু তিনি নিজের বয়স কমিয়ে কলেজে এখনও দায়িত্ব পালন করছেন। সেই সাথে  কলেজের এডহক কমিটি গঠনের লক্ষে অবৈধ উপায়ে জাফর আকবর কে এডহক কমিটির সভাপতি করার সহযােগিতা করেছেন। যা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক।

টি//দৈনিক দেশতথ্য//২৪ সেপ্টম্বর,২০২৪//