Print Date & Time : 20 July 2025 Sunday 1:17 am

গাংনী ডিগ্রি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রদলের সাক্ষাৎ


গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালের দিকে কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এসয় উপস্থিত ছিলেন, গাংনী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ, ছাত্রনেতা সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ শেষে, কলেজের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ বলেন, এই ক্যাম্পাস আমাদের কোন সন্ত্রাসীদের স্থান এইখানে হবে না। আমরা এই ক্যাম্পাসের শান্তি চাই, সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ক্যাম্পাসে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করবো। যে কোন সন্ত্রাসী সংগঠনের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ডিগ্রি কলেজ ছাত্রদল ঐক্যবদ্ধ।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৯,২০২৪//