মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে রিপন আলী (৪৫) নামের এক আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রিপন জেলার গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে।
সােমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল পাবনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গাংনী থানা সূত্র জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরােধের জের ধরে ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে রিপন আলী ও প্রতিবেশী মহাসিন আলীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মহাসিন আলী গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নেন। চিকিৎসাধীন থাকার পরের দিন রাতে মারা যান তিনি।
এ ঘটনায় নিহত মহাসিন আলীর পরিবারের পক্ষ থেকে রিপন আলীকে প্রধান ও তার বোন জাহানারা খাতুনসহ ৪ জনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং- এস/সি, ০৬/২০০৮। ধারা ৩০২, ৩২৪ প্যানেল কাের্ড। ওই মামলার রায়ে ১ জন আসামী বেকসুর খালাস পেলেও রিপন আলীকে আমৃত্যু কারাদন্ডসহ বাকী আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। মামলার রায়ের পর থেকে রিপন পলাতক ছিল।
গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রিপনকে আজ মঙ্গলবার মেহেরপুর আদালতে নেয়া হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post