মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকালের দিকে আনুষ্ঠানিক ভাবে উদ্বােধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা রেজিস্ট্রার (ডিআরও) সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। এসময় উপস্থিত ছিলেন গাংনী সাব-রেজিষ্ট্রার মাহফুজ রানা প্রমুখ।
উল্লেখ্য, ৪ কােটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস গাংনী খাদ্যগুদাম (ফুড গােডাউন) সংলগ্ন স্থানে নির্মাণ করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১৮,২০২৩//