Print Date & Time : 16 April 2025 Wednesday 11:01 am

গাংনী পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের কমিটি গঠন

গাংনী প্রতিনিধি: সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও মিঠুন আহমেদকে সাধারণ সম্পাদক করে মেহেরপুরের গাংনী পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের ১০ সদস্য বিশিষ্ট সদস্য কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, সহসভাপতি যথাক্রমে, শরিফুদ্দিন, মহিবুল ইসলাম, জাহিদুল ইসলাম (বিডিআর), যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে রতন বাদশা, শরিফুল ইসলাম, সাংগাঠনিক সস্পাদক আরিফ হেসেন ও সহসাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।

আজ বিকালে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে এই কমিটির নাম ঘোষণা করে মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইনসু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মকবুল হোসেন মেঘলা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গাংনী পৌর বিএনপি পূর্ণগঠন কমিটির সদসদস্য আখেরুজ্জামান।

এসময় মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ বলেন, বিএনপির আগামীর নেতৃত্বের প্রত্যেকটি নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। সকল ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে নিজেদের তৈরি করার আহবান জানান তিনি।