Print Date & Time : 21 July 2025 Monday 2:08 pm

গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাজাহান সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এ.কে.এম শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল ওয়াদুদ ও পরিচালনা কমিটির সদস্য আব্দুর রকিব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রোমানুল হক।
এ সময় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল থেকে ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪০ জন উত্তীর্ণ হন এবং ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেন।