এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে গাংনী মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির পাঠদান। রোব্বার সকালে এর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী।
নতুন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ক্লাসে যোগদান করতে পেরে বেশ আনন্দিত শিক্ষার্থীরা।
গাংনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নাসিরুদ্দীন, সহকারী অধ্যাপক ও সাংবাদিক রমজান আলী, বেদারুল ইসলাম ও দিলরুবা সুলতানা।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আলেয়া, সূখী ও দ্বাদশ শ্রেণির সুমাইয়া।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ অক্টোবর ২০২৩