মাহাবুল ইসলাম, গাংনী: সরকারি বেতন-ভাতা আত্মসাত, বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগের অভিযোগে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১১ টায় দুদকের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ রিয়াদের নেতৃত্বে একটি টিম কলেজে উপস্থিত হয়ে এ অভিযানে পরিচালনা করেন।
অভিযানে উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলামসহ তিন সদস্য বিশিষ্ট একটি টিম অংশ নেন। তারা কলেজের নিয়োগ সংক্রান্ত নথিপত্র যাচাই করেন, কলেজ মার্কেটের দোকান মালিক এবং সংশ্লিষ্টদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেন।
এ সময় প্রিন্সিপাল খোরশেদ আলী কলেজে না থাকায় দুদক কর্মকর্তারা মুঠোফোনে তার নিকট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা শেষে কুষ্টিয়া দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করে অধ্যক্ষ পদে নিয়োগ লাভ এবং সরকারি বেতন-ভাতা উত্তোলনপূর্বক আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযানের নিমিত্তে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, কলেজ মার্কেট ভাড়া ও পুকুর লিজের বিল ভাউচার এবং প্রিন্সিপালের সার্টিফিকেট ও জন্ম সনদ তাৎক্ষনিত আমাদের দেখাতে পারেন নি। সকল তথ্য পেলে আমরা কমিশন বরাবর আবেদন দাখিল করবো । এরপর অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।