মেহেরপুরের গাংনী রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ মার্চ), রাত ৮ টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের রিপোর্টার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও দৈনিক আরশীনগরের স্টাফ রিপোর্টার আনারুল ইসলাম বাবু। সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও আমাদের সূর্যোদয়ের প্রধান নির্বাহী সম্পাদক আল আমীন, সহ-সভাপতি ও দৈনিক মেহেরপুর ডটকমের এইচ এম বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক ও মুস্তাফিজুর , কোষাধ্যক্ষ ও সময়ের দিগন্তের প্রতিনিধি শাহিনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও আশ্রয় প্রতিদিনের রুবেল আহমেদ। সহ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার বার্তার মেহের আলী বাচ্চু।
এসময় অন্যান্যের মধ্যে দৈনিক পশ্চিমাঞ্চলের প্রতিনিধি মাজিদ আল মামুন, দৈনিক দেশতথ্য প্রতিনিধি মাহাবুল ইসলাম, দৈনিক মতপ্রকাশের তারিফুল ইসলাম জীবন, কুষ্টিয়া প্রতিদিনের কামাল হোসেন, আমাদের সংবাদের আবুল হোসেন, দৈনিক নয়া দিগন্তের জাহাঙ্গীর আলম সবুজ, দৈনিক প্রথম বাংলাদেশের কামাল হোসেন, চ্যানেল জীবন্ত দলীলের আরিফ খান, আরশীনগরের প্রতিনিধি শাহাদাত হোসেন, আজকের সুত্রপাতের আকাশ ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মাহে রমাদানের ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। একইসময়ে ক্লাবের পক্ষ থেকে ইফতারি দেওয়াসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য //মার্চ ৩১,২০২৩//

Discussion about this post