Print Date & Time : 2 July 2025 Wednesday 8:07 am

গাছের সাথে শত্রুতা!

শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জমির বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে ২শ’ ৫০ টি পেঁপে ও ৫০ টি কলাগাছ কর্তনের অভিযোগ উঠেছে।

উপজেলার কাটিপাড়ায় শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যার পর অমানবিক এ ঘটনাটি ঘটেছে। সর্বশেষ এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।  

ভুক্তভোগী ও অভিযোগকারী সুব্রত ভট্রচার্য্য জানান, তাদের সাড়ে ৩বিঘা জমিতে কলা ও পেঁপে গাছ লাগানো রয়েছে। কাটিপাড়া গ্রামের সোবাহান মোড়লের ছেলে আলী আজগর মোড়ল(৩৮), হাসেম মোড়ল(৪০), সিরাজুল ইসলাম(৪২) ও আফসার গাজীর ছেলে খালেক গাজী(৫৫) সাথে দীর্ঘদিন তাদের বিরোধ চলে আসছে। সর্বশেষ বিরোধের জেরধরে শুক্রবার সন্ধার পর  প্রতিপক্ষরা বাগানে ঢুকে আনুমানিক প্রায় ২৫০ টি পেঁপে ও কলা বাগানের প্রায় ৫০টি কলা গাছ কেটে প্রায়  ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে দাবি করেন।

এর পর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে এমনভাবে গাছ কাটার কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে ও প্রতিবাদ করায় একপর্যায়ে তারা মারপিট করতে উদ্যত হয়। এর পর প্রতিপক্ষরা তাকে খুন জখমের হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ছড়ে চলে যায় বলেও দাবি করেন তিনি।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)  জিয়াউর রহমান জানান, পেঁপে ও কলা গাছ কেঁটে ক্ষতিসাধনের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগের ব্যাপারে সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আর//দৈনিক দেশতথ্য//২০২২