জামালপুরের মেলান্দহে কৃষ্ণচূড়া গাছ ভেঙ্গে পড়ে নিরঞ্জন দাস (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (৩জুন) সকালে উপজেলার আদ্রা ইউনিয়নে থুরী কুঠের বাজারে এ ঘটনা ঘটে।
তিনি পেশায় নাপিত ছিলেন।
নিহত নিরঞ্জন দাস উপজেলার খাসিমারা এলাকার নরেশ চন্দ্র দাসের ছেলে। তিনি দীর্ঘদিন আদ্রা ইউনিয়নের পূর্ব গুজমানিকা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি ৩সন্তানের জনক ছিলেন। পরিবারের একমাত্র ভরসা ছিল নিরঞ্জন দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, থুরী কুঠের বাজারে শতবর্ষী কৃষ্ণচূড়া গাছের নিচেই ছিল নিহত নিরঞ্জন দাসের সেলুন। আজ সকালে চুল কাটার জন্য তিন জন ওই সেলুনে যান। সেলুনে নিরঞ্জন দাস চুল কাটার কাজে ব্যাস্ত থাকলে হঠাৎ করে কৃষ্ণচূড়ার গাছ ভেঙ্গে সেলুনের উপরে পড়ে। সেলুন থেকে তিনজন বের হতে পারলেও নিরঞ্জন দাস বের হতে পারেনি। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষ্ণচূড়া গাছের নিচে পড়ে নিরঞ্জন দাসের মৃত্যু হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য// ৩ জুন-২০২২//