মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) ।।চট্টগ্রামের হাটহাজারীতে বনের গাছ চুরির অপরাধে নাছির উদ্দীন নামের এক চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতাসহ ৬ জনের ছয় মাসের জেল ও ৫ হাজার টাকা করে অর্থদন্ডের রায় দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম বন আদালতে এ রায় দেন। দন্ডিত ৬ জনের মধ্যে নাছির উদ্দীন উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়ার নাছির উদ্দীন, এবং একই এলাকার জহুরুল হক, সুমন, আনোয়ার হোসেন, মান্নান চৌধুরী, গোলাম রসুল।
সূত্রে জানা যায়, হাটহাজারী রেঞ্জাধীন মন্দাকিনী বন বিটের সংরক্ষিত সামাজিক বনভূমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে গাছ কাটা এবং পাচারের অপরাধে গত বছর ২১ আগস্ট তৎকালীন বিট কর্মকর্তা আবদুল মালেক(ফরেস্ট রেঞ্জার)বাদী হয়ে ৬ জন গাছ চোরের বিরুদ্ধে একটি পি,ও,আর বন মামলা দায়ের করেন। যার নং-০১/মন্দা অব:২০২১-২০২২ খ্রি:। মহামান্য আদালত সোমবার ১২ সেপ্টেম্বর ২০২২ ইং সে মামলার রায় ঘোষণা করেন। এ রায়ে প্রত্যেককে ৬ মাস করে জেল এবং ৫ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে । অবৈধভাবে বনভূমি দখল,সংরক্ষিত বনের গাছ কাটা ও বন্যপ্রানী শিকারের মত অপরাধ করে কোন অপরাধী ছাড় পাবে না। এই রায়টাই তার উদাহরণ। বনজ সম্পদ সংরক্ষনে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন কর্মীরা মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী সাংবাদিকদের বলেন,, চট্টগ্রাম উত্তর বন বিভাগ এঁর সুপরিকল্পিত ও বিচক্ষণ নেতৃত্বে অত্র বন বিভাগের সর্বস্থরের কর্মকর্তা কর্মচারীরা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।
আর//দৈনিক দেশতথ্য//১৩ সেপ্টেম্বর-২০২২