ময়মনসিংহের নান্দাইলের মোস্তাকিন (২৫) নামে এক যুবক শ্বশুরবাড়িতে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু হলে পরদিন রবিবার সকালে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে তার বাড়ি।
নিহতের বাবা উপজেলার রাজাপুর ফাযিল মাদ্রাসার নৈশ প্রহরী রোস্তম আলী জানান, ১৭ দিন আগে গফরগাঁও উপজেলার দুগাছিয়া গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে কাঁঠাল পাড়তে গাছে উঠে মোস্তাকিন। অসাবধানতাবশত হঠাৎ গাছ থেকে মাটিতে পড়ে যায় সে। এতে মাথা ও পাঁজরে আঘাতপ্রাপ্ত হয়। তারপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
সেখানে টানা ১৪ দিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার অবনতি হলে তাকে আর্থিক টানাপোড়েনের কারণে বাড়িতে নিয়ে আসা হয়। এ অবস্থায় তিনদিন পর গত শনিবার তার মৃত্যু হয়েছে।
নিহত মোস্তাকিনের স্ত্রীসহ ৭ বছর বয়সী এক ছেলে ও ৪ বছরের এক মেয়ে রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//১৯ জুন-২০২২//

Discussion about this post