Print Date & Time : 10 May 2025 Saturday 6:51 pm

গাছ ফেলে ডাকাতির ঘটনায় গাংনীতে মামলা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-দেবিপুর সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বামন্দী পশ্চিমপাড়ার ফজল ইসলামের ছেলে রনি ইসলাম বাদী হয়ে গাংনী থানায় অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। 

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ‘নিউজ গাংনী’কে বলেন, ‘বামন্দী-দেবিপুর সড়কে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। মামলা নং ৩৬ তাং ২৫.০৯.২২ ইং। মামলায় ঝোড়াঘাট গ্রামের সুরবান মন্ডলের ছেলে নুরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য শনিবার দিবাগত রাতে বামন্দী পুলিশ ক্যাম্পের অদুরে বামন্দী-দেবিপুর মাঠে গণডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলের হাত থেকে ইউপি সদস্য, সাংবাদিক, রোগী ও পথচারী কেউ রক্ষা পাইনি।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৬,২০২২//