Print Date & Time : 16 April 2025 Wednesday 3:45 pm

গাজায় মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : ফিলিস্তিনের গাজায় ইজরাইলের বর্বারীত হামলার প্রতিবাদে পটুয়াখালী জেলা ছাত্রদলের উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পৌর শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ টার্মিনাল চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম আহমেদ ও সদস্য সচিব মোঃ জাকারিয়া সহ ছাত্রদলের নেতা কর্মীরা অংশগ্রহন করেন।

মিছিল থেকে গাজায় অনতিবিলম্বে শিশু-কিশোর বৃদ্ধসহ সকল গণহত্যা, মুসলিমদের উপর বর্বরেচিত নির্যাতন বন্ধ করা সহ হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

এম/দৈনিক দেশতথ্য//