ওপেলিয়া কনি, কুষ্টিয়াঃ দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তারা। বক্তারা সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ দেশে সংঘটিত সব সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
এসময় সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি লুৎফর রহমান কুমারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজ এর ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, দৈনিক সংবাদ এর কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান লাকি, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সময়ের কাগজ এর প্রকাশক-সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বাংলাভিশনের প্রতিনিধি হাসান আলী, চ্যানেল ২৪ প্রতিনিধি শরিফ বিশ্বাস, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির প্রতিনিধি এম লিটন-উজ-জামান, প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক প্রথম আলো এর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, দৈনিক নয়া দিগন্ত এর প্রতিনিধি এএফএম নুরুল কাদের, দেশ টিভির প্রতিনিধি নাহিদ হাসান তিতাস , দৈনিক মানবজমিন এর প্রতিনিধি সুজন, দৈনিক কুষ্টিয়া দর্পণ এর সম্পাদক মজিবুল শেখ, দৈনিক দেশতথ্যের নির্বাহী সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের মিরপুর প্রতিনিধি ওপেলিয়া কনি, দি ডেইলি স্টারের প্রতিনিধি আনিস মন্ডল, সাংবাদিক গোলাম মাওলা, কৃষিকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক সাকলায়েন এলিন প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সঙ্গে কয়েকজন দুর্বৃত্তের বাগবিতণ্ডার দৃশ্য মোবাইলে ধারণ করায় সাংবাদিক তুহিনকে ধাওয়া করে দুর্বৃত্তরা। পরে মসজিদ মার্কেটের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পর পুলিশ এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজের গাজীপুর জেলা প্রতিনিধি ও একই এলাকায় ২০০৫ সাল থেকে তিনি বসবাস করে আসছিলেন।
ওপেলিয়া কনি //দৈনিক দেশতথ্য//০৯ আগস্ট ২০২৫//

Discussion about this post