কুষ্টিয়ার কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটুক্তি করার অভিযোগে মো. আব্দুস সাত্তার (৬০) নামের এক লুঙ্গী ব্যবসায়ীকে আটক করেছেন উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আটককৃত ব্যক্তি উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের মৃত বারিক প্রামাণিকের ছেলে। তিনি কুমারখালী পৌরসভার সেরকান্দি এলাকার উপহার লুঙ্গীর স্বত্ত্বাধীকারী।
উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা গেছে, গত ৫ অক্টোবর সেরকান্দি এলাকার লুঙ্গী ব্যবসায়ী আব্দুস সাত্তার তার নিজ দোকানে বীর মুক্কিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটুক্তি করেছেন। ওই ব্যবসায়ী বলেন “মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনারে মাটিতে বুটের যে আঘাত দেওয়া হয় এবং বিউগলে যে শব্দ করা হয় তাতে মনে হয় যেন ঢাক-ঢোল পিটিয়ে কোন মৃত কুকুরকে পুতে ফেলা হচ্ছে।
এ ঘটনায় গত ৬ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তদন্তপুর্বক বিচারের দাবিতে লিখিত অভিযোগ করেন বীরমুক্তিযোদ্ধা বৃন্দ। অভিযোগের পর থেকেই ওই ব্যবসায়ী পলাতক ছিলেন। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে তাকে আটক করে উপজেলা প্রশাসন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু বলেন, ‘ লুঙ্গী ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার নিয়ে অশ্লীল মন্তব্য ও কটুক্তি করেছেন। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করেছি। আমরা এঘটনার দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ীর ছোট ছেলে আসলাম শেখ বলেন, ‘ ব্যবসায়ীক কারণে শত্রুতা করে কেউ একজন বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা পুঁজি করে বাবাকে ফাঁসাচ্ছে। আমার বাবা নির্দোষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, ‘ এক ব্যবসায়ীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাগণ তাদের গার্ড অব অনার নিয়ে কটুক্তি করা লিখিত অভিযোগ দিয়েছিলেন। অভিযোগের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিল। আজ তাকে আটকের পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবর্তী আইনি কার্যক্রম পুলিশ পরিচালনা করবেন।’
কুমারখালী থানার ওসি মো. মহসিন হোসাইন বলেন, অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জা// দেশতথ্য// ১৬ অক্টোবর ২০২২//

Discussion about this post