Print Date & Time : 10 May 2025 Saturday 5:28 pm

গৃহবধুকে এসিড দগ্ধের ৪২ দিনে আটক হয়নি মূল আসামি

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি গ্রামের মাহমুদা বেগমের গায়ে ১৩ জুলাই শ্বশুর আতোয়ার, শ্বাশুরি হামিদা বেগমসহ শ্বশুর বাড়ির স্বজনরা এসিড ছুঁড়ে ঝলসে দেয়।
এ ঘটনার ৪১ দিন পরও প্রধান আসামিসহ অন্যান্য আসামি কে পুলিশ গ্রেফতার করতে পারছে না।
১৪ জুলাই গৃহবধুর বাবা আব্দুল মালেক হাতীবান্ধা থানায় স্বামী, শ্বশুড়, শ্বাশুড়িসহ ৫ জন কে অভিযুক্ত করে মামলা দায়ের করে। মামলায় তাৎক্ষণিক পুলিশ গৃহবধুর ননদ আছিয়া বেগম কে আটক করে।

নির্যাতিতা গৃহবধু মাহমুদা বেগম জানান, শরীরের রং কালো বলে স্বামী ও স্বামীর স্বজনরা নির্যাতন নিপীড়ন চালাত। লোক মুখে শুনেছি স্বামী ঢাকায় আরও বিয়ে করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আগুর মিয়া জানান, এজাহারভুক্ত এক আসামি আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের খোঁজে মাঠে পুলিশ কাজ করছে। হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, গৃহবধূ কে এসিড ঝলসানো মামলা থানা পুলিশ গুরুত্ব দিতে দেখছে।

দৈনিক দেশতথ্য//এল//