সুদীপ্ত শাহীন, লালমনিরহাট ।।লালমনিরহাটে চায়না বেগম (৩৫) নামের এক গৃহবধূকে ওষুধে বিষ মিশিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
এ ঘটনায় গৃহবধু চায়না বেগমের ভাই আব্দুল কাদের বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেছে।
থানা পুলিশ সূত্র জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের মৃত বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের মেয়ে চায়না বেগমের সাথে সতেরো বছর আগে বিয়ে হয় বড়বাড়ী ইউনিয়নের আবুল কালামের ছেলে দেলোয়ার হোসেনের সাথে। দীর্ঘ দিন ধরে দেলোয়ার হোসেনের ভাই ভাবিসহ অন্যান্য স্বজনদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে থানা ও আদালতে মামলা বিচারাধীন রয়ে\েচ বলে জানা গেছে।
এদিকে গত ১৮ আগষ্ট চায়না বেগমকে তার জা ও দেবরসহ শশুর বাড়ির লোকেরা পূর্ব পরিকল্পনা করে হত্যার উদ্দেশ্যে ওষুদের সাথে বিষ মিশিয়ে খাওয়ালে চায়না বেগম অসুস্থ হয়ে পড়ে। তাঁকে তার স্বামী দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে বর্তি করায়। সেখানে তার উন্নয়ত চিকিৎসা চললে। তার অবস্থা আশঙ্কাজনক। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক জানান, তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
আর//দৈনিক দেশতথ্য//২৬ আগষ্ট-২০২২

Discussion about this post