রাজশাহীর গোদাগাড়ী সরকারী কলেজের নবাগত অধ্যক্ষ মাসিদুল হক সিদ্দিকীর সাথে মতবিনিময় করেছে সাংবাদিকরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজের অধ্যক্ষর কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিমিয় করেন।
এ সময় ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা,পৌর প্রেসক্লাব সভাপতি ও প্যানেল মেয়র শহিদুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুকতার হোসেন ও পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ উমরুল হক, সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মজিবুর রহমান,ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক গোলাম রাব্বনীসহ অনন্য বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এর আগে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবাগত অধ্যক্ষ প্রফেসর মাসিদুল হক সিদ্দিকীকে সংবর্ধনায় ফুল দিয়ে বরণ করে নেন সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ইসমতআরা এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সকল শিক্ষক।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post