সেলিম আহামেদ তাক্কু ॥ কুষ্টিয়া শহরের চার রাস্তার মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত দুইধার দিয়ে বহুতল ভবন এবং নতুন নতুন ব্যাবসা প্রতিষ্ঠান হওয়াতে রাস্তাটির প্রসারতা একদমি ক্ষিন্ন হয়ে উঠেছে ,ফলে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে উক্ত সড়ক দিয়ে ! এরই মাঝে কোর্ট, স্টেশন সেখানে চলছে খোড়াখুড়ির কাজ যা বলতে গেলে রিতিমত গোদের উপর বিষ ফোড়া হয়ে দাড়িয়েছে ! এই সড়কে প্রতিদিনই বেশকিছু দুর্ঘটনাও ঘটছে ! জাইগাটি শহরের মিডিল পয়েন্টে হওয়ার ফলে মানুষ চলাচলের চাপ টাও অনেক বেশি শুধু তাই নয় এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট বড় মিলে প্রায় ডজনখানেক ট্রেন চলাচল করে থাকে ! এমনি তেই জ্যাম তারপর খানাখন্দক এবং ট্রেনের জন্য গেট বন্ধ হলে আর একটি ট্রেন আসার সময় হয়ে যায় কিন্তু জ্যাম ভুগান্তি শেষ হয় না ! এ যেন এক মরণফাঁদ যার অপর নাম বারো শরিফ দরবার সড়ক বা ষ্টেশন সড়ক সচেতন মহলের দাবি অবিলম্বে সড়কটি নির্মাণ পূর্বক প্রসারিত করে যানজট নিরসন এবং ভোগান্তী ও দূর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ জরুরী।

Discussion about this post