সিলেট অফিস:
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আসন্ন সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচন।জোরেশোরে বইছে তফসীল ঘোষণাপূর্ব নির্বাচনী ঝড়োহাওয়া।
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরকারদল আওয়ামী লীগের মনোনয়ন পেতে শুরু হয়েছে ইঁদুরদৌড় । মনোনয়ন দৌড়ে প্রবীণ প্রার্থীদের পাশপাশি নবীনরাও পিছিয়ে নেই। সাম্ভাব্য প্রার্থীরা উপজেলা জুড়ে চষে বেড়াচ্ছেন। দিন রাত তারা করে চলেছেন উঠান বৈঠক, পথসভা। শীতকালীন টুর্নামেন্ট-খেলাধূলা ও মিলাদ মাহফিলে হচ্ছেন অতিথি। গণসংযোগ করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। নিজ দলের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন এলাকা উন্নয়নের নানা প্রতিশ্রুতি। দৌড়ঝাপ করছেন দলের উপর মহলেও।
অনেক সম্ভাব্য প্রবাসী প্রার্থীরাও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ভোটারদের সাথেও যোগাযোগ অব্যাহত রাখছেন। লক্ষ্য একটাই যে কানো মূল্যেই দলীয় মনোনয়ন। আর মনোনয়ন পেলেই উপজেলা চেয়ারম্যান।বিএনপির দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সরকার দলের প্রার্থীরা। নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত নেগেটিভ হলে অনায়াসেই পার পেয়ে যাবেন দলীয় মনোনয়ন প্রাপ্তরা।
সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের প্রথম ও নির্দলীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে। প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মরহুম ছয়ফুল আলম।
দ্বিতীয়বার উপজেলা পরিষদ নির্বাচনন হয় ১৯৯০ সালে। এতে চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মরহুম দিলদার হোসেন সেলিম।
চারদলীয় জোট সরকারের আমরে ১৯৯২ সালে উপজেলা পরিষদ বাতিল হয়ে যায়। ফলে ২০০৮ সাল পর্যন্ত উপজেলা পরিষদে কোনো নির্বাচনই হয়নি। ২০০৯ সালে আওয়ামী লগি ক্ষমতা গেলে পুনরুজ্জীবিত করা হয় উপজেলা পরিষদ। নির্বাচন হলে গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান আওয়ামী চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
২০১৪ সালে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবুকে বিপুল ভোটে পরাজিত করে দ্বিতীয়বার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী।
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আব্দুল হাকিম চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ান।
উপজেলার সাধারণ ভোটাররা মনে করেন আব্দুল হাকিম চৌধুরী ৫ম উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারদল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পূর্ব জাফলং ইউপি’র সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউপি’র চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আলীরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তি যোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ।
বিএনপি নির্বাচনে গেলে এ দলের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন অবিভক্ত লেঙ্গুড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুর রহমান খোকন। গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহআলম স্বপন,গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে দলের প্রার্থী থাকবে। দলের সিদ্ধান্তের বাহিরে আমরা কেউ নয়।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউপি’র বর্তমান চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল বলেন, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে দলীয় মনোনয়ন দেয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাহিরে দুইজন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করায় দলীয় প্রার্থীর পরাজিত হন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৪৭৫। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৯ হাজার ৪৭৫ এবং পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৭৩৯ জন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post