সিলেটের গোলাপগঞ্জে ৯৯৯-এ কল করে অবগত করলে পুলিশে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত দেড়টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রাম থেকে এ যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক জুয়েল আহমদ (২৮) ওই গ্রামের মৃত মজির উদ্দিনের পুত্র।
জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- অভিযুক্ত জুয়েল আহমদ তার শয়নকক্ষে থাকা টেলিভিশন স্ট্যান্ডের ভেতরে পলিথিনে মুড়িয়ে একটি পিস্তল রেখেছিলো। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি জব্দ করে এবং জুয়েলকে আটক করে।
গ্রেফতার হওয়া জুয়েলের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
দৈনিক দেশতথ্য//এইচ/