Print Date & Time : 3 August 2025 Sunday 9:08 am

গোলাপগঞ্জে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের ইফতার মাহফিল

আবুল কাশেম রুমন,সিলেট:

সিলেটের গোলাপগঞ্জ ভাদেশ্বর ইউনিয়নে বৃহত্তর উজান মেহেরপুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

২২ মার্চ ২০২৪ইং (শুক্রবার) উজান মেহেরপুর গ্রামে দরগার বাজার দাখিল মাদ্রাসা মাঠে অত্র এলাকার প্রবাসী, মুরব্বী ও তরুণদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।
এ সময় প্রায় ১৫শ মানুষের মাঝে বৃহত্তর উজান মেহেরপুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে ইফতার করানো হয়।

এলাকার প্রবীণ মুরব্বী আলা উদ্দিনের সভাপতিত্বে বিশিষ্ট্য সমাজসেবী নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম।

স্বাগত বক্তব্য রাখেন, ফ্রান্স প্রবাসী মিনহাজ উদ্দিন, স্বাগত বক্তব্যের পর বৃহত্তর উজান মেহেরপুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি আমেরিকা প্রবাসী আবুল কালাম অডিও রের্কডে উপস্থিত সবাইকে পরিষদের পক্ষ থেকে অগ্রীম ঈদ শুভেচ্ছা ও প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৮ নং ভাদেশ^র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শামীম আহমদ,বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম রুমন,ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের লাইব্রেরীয়ান খায়রুল ইসলাম শোয়েব, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রুকন উদ্দিন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার প্রবীণ মুরব্বী আছিরগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নরুল হুদা, সাবেক ইউপি সদস্য হাজি তেরাব আলি, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নূরুদ্দীন রাসেল,চন্দরপুর আল এমদাদ স্কুলের সহকারী শিক্ষক বদরুদ্দোজা,সাবেক মেম্বার মঈন উদ্দিন, বর্তমান মেম্বার কাহেল আহমদ,মুহিব আলী, মাহতাব উদ্দিন, সজিব আলী,তমিজ উদ্দিন, আব্দুল মালিক, লুৎফুর রহমান, প্রবাসী কল্যাণ পরিষদের সমন্বয়ক নাজিম ও লিমন আহমদ প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এইচ//