Print Date & Time : 7 May 2025 Wednesday 3:39 am

গৌরীপুরে আ.লীগের সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দ মিন্টু

শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধি: কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দীর্ঘ ১৯ বছর পর ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে উপজেলা ও তৃণমূলের নেতাকর্মীরা উৎফুল্ল। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা কেন্দ্র ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ গৌরীপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু। তিনি বঙ্গবন্ধুর আদর্শে উদ্ভূদ্ধ হয়ে ১৯৮৪ সালে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। আনন্দমোহন কলেজ ইন্টারমিডিয়েট হোস্টেল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নির্বাচিত হন। 

তিনি ৭বার গৌরীপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি গৌরীপুর উপজেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক এবং সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি লি. গৌরীপুর এর সভাপতির দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি।

তিনি পূর্বধলা ডিগ্রী কলেজ ও বারহাট্টা ডিগ্রী কলেজের প্রভাষক হিসেবে চাকুরি করেছেন। বর্তমানে তিনি গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবত জড়িত থেকে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রেখে চলেছেন। 

২০১৫ সালে তিনি গৌরীপুর পাবলিক কলেজ এবং প্রতিভা মডেল স্কুল প্রতিষ্ঠা করেন। শিক্ষায় বিশেষ অবদান রাখায় পেয়েছেন ‘সাংবাদিক সুরেশ কৈরী পদক’।

একজন ক্রীড়ামোদী হিসেবে এলাকার তরুণদের নিয়ে ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করেন ক্রীড়া সংগঠন ‘ব্রাদার্স ইউনিয়ন’। তিনি সংগঠনটির টানা তিনবার সাধারণ সম্পাদক ও একবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। 

তিনি গৌরীপুর তথা উত্তর ময়মনসিংহের সেরা সংগঠন ’বাংলা মঞ্চ’র আহবায়ক, উপজেলা শিল্পকলা একাডেমীর কার্যকরী সদস্য, গৌরীপুর সংগীত নিকেতনের পরিচালক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও গৌরীপুর গণপাঠাগারের সদস্য এবং গৌরীপুর আবৃত্তি পরিষদের আহ্বায়ক। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও এক্টিভিস্ট এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে একজন অগ্রগামী সৈনিক। ৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপজেলা কমিটির সদস্য। ইয়ংবাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সোস্যাল ইউনিটি ফর নার্সিং (সান)-এর উপদেষ্টা। 

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলের কাছে তিনি বিশেষভাবে সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী শফিকুল ইসলাম মিন্টু বলেন, দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিলে তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করবো। নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবো ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

আর//দৈনিক দেশতথ্য//৯ সেপ্টেম্বর-২০২২