Print Date & Time : 10 May 2025 Saturday 11:10 pm

গৌরীপুরে মাদকসেবীর কারাদন্ড

শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে সুজন মিয়া (৩২) নামে একজনকে জেল ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১৯) আগষ্ট  দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।

জানা গেছে সুজন  গৌরীপুর পৌর শহরের ইসলামাবাদ মহল্লার বাহার উদ্দিনের ছেলে। রোববার দুপুরে পার্শ্ববর্তী ঘোষপাড়া মহল্লার একটি পরিত্যক্ত বাড়িতে গাঁজা সেবনকালে সুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

 এসময় তার কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা জব্দ করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে চার মাস  জেল ও এক হাজার টাকা জরিমানা প্রদান করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, সাজাপ্রাপ্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আলামত রেখে অবশিষ্ট মাদক ধ্বংস করা হয়েছে।

আর//দৈনিক দেশতথ্য//২১ আগষ্ট-২০২২