Print Date & Time : 10 May 2025 Saturday 2:10 pm

গৌরীপুরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন

ময়মনসিংহের গৌরীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে জহিরুল ইসলাম মিটু (২৪) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।  

মঙ্গলবার রাত ৮ টার দিকে গৌরীপুর পৌরসভার পাট বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মিটু স্থানীয় সোমা ফার্মেসির মালিক মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

 তুচ্ছা ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় সন্ত্রাসী রনি ওরফে ডেভিড রনি  তাকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে জানিয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী।  

ওসি আরও জানান, রনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে থানায় হত্যা মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে।  

এদিকে এ হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।   

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//