কুষ্টিয়া প্রতিনিধি: জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া নতুন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।
রবিবার সকালে মিরপুরের তালবাড়িয়া এলাকায় পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে ইনু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন মুখ দেখে, দল দেখে নয়, সরাসরি আইন, সংবিধান দেখে আপনারা কাজ করবেন। সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্র্ণ।
ইনু বিএনপির উদ্দেশ্যে বলেন, সংলাপে আসেননি, কোন প্রস্তাব দেননি, অথচ আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন। পদ্মা ভাঙন নিয়ে ইনু বলেন, অসময়ে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন চলছে। এই ভাঙন থামানো না গেলে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কটি নদীতে বিলীন হয়ে যাবে। তিনি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান। এ সময় স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মিরপুর অঞ্চলে পদ্মায় ভয়াবহ ভাঙনে ইতিমধ্যে কয়েক হাজার একর ফসলী জমি ও অসংখ্য বাড়িঘর বিলীন হয়েছে। ঠেকাতে জিও-টিউব দিয়ে জরুরি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post