কুষ্টিয়া মিরপুরের আমলা ইউনিয়নের নয়নপুর গ্রামের গ্রাম্য মাতুব্বর ফরহাদ ও গেদনের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। আজ সোমবার মিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে আজগর আলী লিখিত বক্তব্যে পাঠ করেন। তিনি বলেন, নয়নপুর গ্রামের গ্রাম্য মাতুব্বর আঁধাওে গোপনে বাল্যবিবাহ দিয়ে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে দু’পক্ষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করে। সাধারণ জনগণকে বিভিন্ন সুবিধা ও ভাতার কার্ড দেয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করছে। এই সব অর্থ ভাগাভাগি নিয়ে ফরহাদ ও গেদনের মধ্যে হাতাহাতিও হয়েছে।
এ সকল কর্মকান্ডের প্রতিবাদ করায় ১৫ জানুয়ারি তারা সংঘবদ্ধ হয়ে আমজাদ, আবজাল, জাহিদুল, কামাল ও সাইদুলের উপর হামলা করে। পরে তাদের আত্মচিৎকারে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এর পর থেকে তারা গ্রামবাসীদের দেখে নেয়ার হুমকী দিয়ে আসছে।
এমতাবস্থায় গ্রামবাসী তাদের অনৈতিক কর্মকান্ড থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন আবুল হোসেন, কামাল হোসেন, আমজাদ হোসেন, সুমন আলী, জাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, আফজাল হোসেন, ইউসুফ আলী, শরিফুল ইসলাম, আব্দুল মান্নান, রুহুল আমিন, সোহাগ আহমেদ প্রমুখ।