মীর আনোয়ার হোসেন টুটুল : টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দক্ষতা অর্জনে মাস ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার (৬ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে ভিডিওি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজির) মহাপরিচালক )গ্রেড-১) মো. আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে সভাপপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ টাঙ্গাইলের উপপরিচালক মো. শিহাব রায়হান। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর যুগ্মপরিচালক গবেষণা ও পরিকল্যাণ (উপসচিব) মোহাম্মদ আবু নাসের বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহম্মদ রাসেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বুনিয়াদি কোর্সের সহকারী প্রশিক্ষক ও মির্জাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন রনি, গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগন। মাস ব্যাপি বনিয়াদি প্রশিক্ষণ কোর্সে মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অংশ নিয়েছেন বলেন উপজেলা নির্বাহী
অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান ও অফিস সহায়ক স্বপন কুমার সরকার জানিয়েছেন। আগামী ৪ জুন পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বুনিয়াদি এ প্রশিক্ষণ কোর্স চলবে।