Print Date & Time : 5 July 2025 Saturday 12:57 am

গ্রিসে ট্রেন দূর্ঘটনা : ২৪ দিন পর দেশে এলো লাশ

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ গ্রীসে ভযাবহ ট্রেন দূর্ঘটনায় নির্মমভাবে নিহত.ইদ্রিসের লাশ অবশেষে ২৪ দিন পর হাটহাজারী উপজেলার পশ্চিম মেখলের নিজ গ্রামে এসে পৌঁছেছে।

শুক্রবার (২৪ মার্চ) বিকাল পৌঁনে পাঁচটার দিকে কাতার এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইট যোগে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত ইদ্রিস হাটহাজারী উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ খলিফা পাড়ার মৃত সাহেব মিয়ার পুত্র। গ্রিসে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় নিহত হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে প্রায় ২৪ দিন পর অবশেষে ইদ্রিসের লাশ দেশে আসলো আজ।
নিহতের আপন ছোট ভাই ইলিয়াস জানায়, আমার মরহুম ভাইয়েরা কফিনটি বিকালের দিকে কাতার এয়ারলাইন্সের কার্গো ফ্লাইট নং কিউআর-৬৩৪ এ করে ঢাকা এয়ারপোর্টে পৌঁনে পাঁচটার দিকে এসে পৌঁছায়। পরে ছোট ভাই জালালের হাতে সন্ধ্যা ৭ টার দিকে কফিনটি বিমানবন্দর কর্তৃপক্ষ হস্তান্তর করেন। সেখান থেকে কফিন নিয়ে এ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রামের দিকে রওনা হয়। এবং আজ দিবাগত রাত ২ টার দিকে খলিফা পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম বাবার পাশেই দাফন করা হবে।”

সংশ্লিষ্ট ওয়ার্ডের ভারপ্রাপ্ত ইউপি সদস্য মোহসিন জানান, দূর্ঘটনায ট্রেনের বগিতে আগুন ধরে যাওযায় তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়। তাই ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ সনাক্ত করতে হয়েছে। আপনারা সবাই মরহুমের জন্য দোয়া করবেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//