Print Date & Time : 19 July 2025 Saturday 9:32 am

গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের জবি শাখা কমিটি গঠিত

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা’র ২০২৩-২৪ সেশনের ৯০ সদস্যের কমিটি অনুমোদিত হয়েছে। কমিটিতে মহিমা আক্তার লিজা কে সভাপতি এবং মো: মাহমুদুল হাসান নোমান কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সহ সভাপতির দায়িত্বে আছেন, রায়হান রিয়াজ তপু, আফিয়া আঞ্জুম সুপ্তি , ফারহান আহমেদ রাফিদ, মো: তাসিম ফেরদৌস, চৈতি পিয়ক এবং আসিফ মাহমুদ আমিন।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির  পরিবেশবাদী সংগঠনের নাম গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট। ২০১৮ সালের ২০ মার্চ জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে দেশের বিশিষ্টজনদের উপস্থিতে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে।

বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী এই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন।

উল্লেখ্য, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিনের তত্ত্বাবধানে ২০২৩ সাল থেকে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট সংগঠনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। যুবকদেরকে নিয়ে একটি সবুজ দেশের স্বপ্ন বাস্তবায়নে সংগঠনটি কাজ করে চলেছে।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ৩০,২০২৩//