Print Date & Time : 2 July 2025 Wednesday 4:47 am

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পাইকগাছায় দোয়া মাহফিল

খুলনার পাইকগাছায় ২০০৪ সালের ২১শে আগস্ট শেখ হাসিনার উপর নারকীয় গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সহ সভাপতি সমীরণ কুমার সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আ’লীগের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. মোহাম্মদ সোহরাব আলী সানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নির্মল মজুমদার।

সভায় আ’লীগর সদস্য সচিব হমশ চদ্র মন্ডল, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, উপজেলা ভাইস চয়ারম্যান শিহাবউদ্দীন ফিরাজ বুলু,আব্দুর রাজ্জাক রাজু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, সাফিয়ার রহমান, যুবলীগ নতা শেখ মাসুদুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিবানন্দ রায়, প্রভাষক বজলুর রহমান, সাবির হাসান, ফাইমিন সরদার, রায়হান পারভজ রনি ও আবির আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২১.০৮.২০২২//