বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ২৪ নেতাকর্মীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ।
রবিবার (২১আগস্ট) বিকাল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজিত বিক্ষোভ মিছিলটি শ্যামনগর বাস স্টান্ড থেকে শুরু করে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্সের সামনে এসো মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, সহ-সভাপতি মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসিম কুমার মৃধা,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, প্রভাষক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, গাজী গোলাম মোস্তফা বাংলা, প্রভাষক অলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, আইন সম্পাদক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্রম বিষয়ক সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন,উপজেলা যুবলীগের আহবায়ক জাকির হোসেন, যুগ্ন-আহবায়ক হাফিজুর সরদার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর, নূরনগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, বুড়িগালেনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দার, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল,সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ও আওয়ামিলীগের সর্ব স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি বলেন, অবিলম্বে এই ভয়াবহ গ্রেনেড হামলার সাথে জড়িত সকল অপরাধিকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২১.০৮.২০২২//

Discussion about this post