নিজস্ব প্রতিবেদক : লক ডাউন কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকা ভাড়া করে নাচ গান করতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে যাওযার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছে হৃদয় (১৪) নামের এক কিশোর ।সে গড়াই নদী সংলগ্ন ভাঙ্গুনী পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শেখ রাসেল হরিপুর সংযোগ সেতুর ২শত গজ পশ্চিমে মাঝ নদীতে এ ঘটনা ঘটে। তৎক্ষনাৎ ১০ মিনিটের শ্বাস রুদ্ধকর অভিযানে দড়ি ফেলে তাকে উদ্ধার করেছে নৌকার লোকজন। এসময় তাকে উদ্ধার করতে ভাই রবিনসহ নৌকায় থাকা কয়েকজন কিশোর নদীতে ঝাঁপিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বর্ননা মতে গতকাল সকাল থেকেই বেশ কয়েকটি বড় নৌকা ভাড়া করে সউন্ড বক্স বাজিয়ে নাচ গান করে নৌকা ভ্রমন শুরু করে কয়েকটি গ্রুপ। এরমধ্যে মায়ের দোয়া ২ নামক একটি বড় নৌকা “লক ডাউন ৪২০ ” প্লাকার্ড লাগিয়ে সাউন্ড বক্স বাজিয়ে নাচানাচি করার সময় এ দূর্ঘটনা ঘটে।
উল্লেখ্য সম্প্রতি প্রতি শুক্রবার কুষ্টিয়া শহর সংলগ্ন গড়াই নদীতে নৌকা ভাড়া করে রকম নাচ গানের আয়োজন চলে।

Discussion about this post