ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালক ঈমান আলীকে গলাকেটে হত্যা করেছে ছিনতাইকারীরা।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঈমান আলী দড়ি চৈথট্ট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গারোবাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন ঈমান আলী। পথিমধ্যে খাগড়াটা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তার রাস্তা অবরোধ করে অটোরিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ঈমান আলী বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। ঈমান আলীর চিৎকারে লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post