Print Date & Time : 19 July 2025 Saturday 9:11 pm

ঘাটাইলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাঙ্গাইলের ঘাটাইলে একদিনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।

শনিবার (১১মার্চ) উপজেলার ভবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান এই ক্যাম্প আয়োজন করেন।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা ও ওষধ প্রদান করা হয়। ক্যাম্পে তিনজন, শিশু বিভাগ, কিডনী , অর্থোপেডিক, সার্জারী, নাক কান গলা ও শিশুদের চিকিৎসা করা হয়। ১৯০ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। রোগী হোসেন আলী (৬৭) বলেন, আমাদের মতো গরীব মানুষের জন্য এ চিকিৎসা খুবই উপকারে আসবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//