টাঙ্গাইলের ঘাটাইলে তেল গ্যাস ও বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাদের দাবি পুলিশের লাঠিচার্জে তাদের চার নেতাকর্মী আহত হয়েছেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন বলেন, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি। শান্তিপূর্ণ মিছিলটি উপজেলা সদরের কলেজমোড় এলাকায় পৌঁছালে মিছিলের পেছন থেকে এলোপাথাড়ি লাঠিচার্জ করে পুলিশ। এতে চার নেতাকর্মী আহত হয়।’
আহতরা হলেন- পৌর যুবদলের সভাপতি সাদিক টিটু, দেওপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুয়েল রানা, সাগরদিঘি ইউনয়িন যুবদলের সদস্য সচিব মুশফিকুর রহিম প্রিন্স ও পৌর ছাত্রদলের আহ্বায়ক বিজয় হাসান।
ঘাটাইল থানার এসআই পলাশ আহমেদ বলেন, ‘কোনো প্রকার লাঠিচার্জ করা হয়নি। বিএনপির নেতাকর্মীরা উপজেলা পরিষদের ভেতরে একত্রিত হওয়ার চেষ্টা করছিল। ওয়ার্কিং ডে থাকায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।’
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১৬,২০২৩//