Print Date & Time : 11 September 2025 Thursday 3:54 am

ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল ঢেলে দিল স্ত্রী !

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে :

জেলা শহরের অদুরে খাতাপাড়ায় ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল দিয়ে ঝলসে দেয়ার অপরাধে লালমনিরহাট সদর থানার পুলিশ খাতাপাড়ার ভাড়া বাসা হতে স্ত্রী মোছাঃ লাবনী খাতুন (২৭) কে আটক করেছে।

ঘটনাস্থলটি পাশের উপজেলা আদিতমারী থানা এলাকায় পড়ায় আদিতমারী থানায় গতকাল রাতে মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আদিতমারী থানার খাতাপাড়া গ্রামে মোছাঃ লাবনী (২৭) ও শাহ আলম (৩৬) দম্পতি ভাড়া বাসায় বসবাস করেন। গত শুক্রবার ৬ সেপ্টেম্বর রাতে দাম্পত্য কোলহের জের ধরে ঘুমন্ত স্বামী শাহ আলমকে তার স্ত্রী লাবনী বাড়িতে থাকা সোয়াবিন তেল গরম করে শরীরে ঢেলে দেয়। এসময় তার মুখমন্ডল সহ শরীরে বেশিভাগ অংশ ঝলসে যায়। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে স্বামীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ঝলসে যাওয়া শাহ আলমের মা আমেনা বেওয়া বাদি হয়ে মামলা দায়ের করে। ঝলসে যাওয়া শাহ আলম লালমনিরহাট মিলিটারি ফার্মের একজন বে সামরিক কর্মচারি বলে জানা গেছে। তিনি দিনাজপুর জেলার দক্ষিবালবাড়ি গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। চাকুরির সুবাদে এখানে বসবাস করেছেন। সেই সুবাদে প্রায় ১৪-১৫ বছর আগে পারিবারিক সন্মতিতে জেলা সদরের অদুরে খাতাপাড়ার মোঃ সিরাজুল ইসলামের কন্যা লাবনী খাতুনের সাথে বিয়ে হয়। এই দম্পতির দুইটি সন্তান রয়েছে।