Print Date & Time : 25 August 2025 Monday 3:34 am

ঘুর্নিঝড় অশনি’র প্রভাব শুরু উপকুলীয় অঞ্চলে


বরগুনা প্রতিনিধি: উপকুলীয় অঞ্চলে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’। আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে মাঝে মাঝে চলছে দমকা হাওয়া উপকূলীয় অঞ্চল বরগুনার বাসীন্দারা আতংকিত হয়ে পড়েছেন। বিশেষ করে বরগুনার উপকূলীয় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা অনেকটা অনিরাপদেই রয়েছেন

বরগুনা জেলা প্রশাসনের তথ্য মতে, এই জেলায় মোট ৬২৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে ঘুর্নিঝড় ‘অশনি’ মোকাবেলায়। সোমবার (৯ মে) দুপুর ১ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এই উপকুলীয় জেলা বরগুনা ঘূর্ণিঝড় সিডর সহ অনেক গুলো প্রকৃতি দুর্যোগের মোকাবিলা করতে হয়। এই সকল প্রাকৃতিক দুর্যোগে মোকাবিলা করতে গিয়ে প্রায় সাড়ে পাঁচ’শ কিলোমিটার বন্য রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্য থেকে এক তৃতীয়াংশ বাধ মেরামত করা হলেও বাকি অংশ গুলো নেরামত করা হশে ওঠেনি এখন পর্যন্ত। এমত অবস্থা আবার আর একটি ঘুর্নিঝড় ‘অশনি’ র সংকেতের কারনে আতঙ্কিত উপকুল বাসী।

এই জেলায় প্রায় ১৪ লাখ মানুষের বসবাস সেখানে ৬২৯ টি সাইক্লোন সেল্টার রয়েছে যা প্রয়োজনের তুলনায় অনেক কম। জেলার চারিদিক নদী দিয়ে বেস্টিত যে নদীগুলো সরাসরি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ঘুর্নিঝড় অশনি মোকাবিলায় আমারা প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি নিয়েছি। আমাদের ৬২৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। এবং সংকেত পারলে জরুরি বৈঠক ডেকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রাহন করা হবে।