ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে প্রায় ২১ ঘণ্টা পর বিমান উঠানামা শুরু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাস্কাট থেকে আসা বিমান ‘সালাম এয়ার’ শাহ আমানতে অবতরণ করে।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৈরি আবহাওয়ার কারণে ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ রাখা হয়। মঙ্গলবার বেলা ১২ টার দিকে মাস্কাট থেকে আসা বিমান ‘সালাম এয়ার’ শাহ আমানতে প্রথম অবতরণ করে।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, বৈরি আবহাওয়ার কারণে আমরা ২১ ঘণ্টা বিমান ওঠানামার কার্যক্রম বন্ধ রেখেছিলাম। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যথাসময়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগগুলো শিডিউল, রিশিডিউল অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো উড্ডয়ন ও অবতরণ করবে।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
জা//দৈনিক দেশতথ্য// অক্টোবর ২৫, ২০২২//