Print Date & Time : 7 May 2025 Wednesday 4:22 am

ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি:

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২২ ফেব্রুয়ারি (বুধবার) দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন, ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এডভোকেট সাঈদ হোসাইন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হোসনেআরা বেগমের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শাপলাপুর ইউনিয়নে চারবারের নির্বাচিত সফল চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এড.এস.এম. আব্দুল খালেক চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন,দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার সম্পাদক সাংবাদিক এম. আমান উল্লাহ, শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ ওসমান সরওয়ার, শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম. জসিম উদ্দিন মাহমুদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক আনছারুল করিম, শাপলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলা প্রভা দে ও সিনিয়র শিক্ষক মাষ্টার শাহাব উদ্দিন, মাষ্টার আবুল কালাম, মাষ্টার আকতার হোসাইন, মাষ্টার কামাল উদ্দিন, মাষ্টার মুবিন।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার ফরিদুল আলম, মুকবেকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার ওমর আলী ফারুকী, ঘোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আকতার হোসাইন, শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গফুর, শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার রশিদ মিয়া, শাপলাপুর ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ হোসেন, শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, শাপলাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক ওয়াহিদুল কবির নোবেল।

প্রধান আলোচকের বক্তব্যে চেয়ারম্যান এড.এস.এম. আব্দুল খালেক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে ডাঃ ওসমান সরওয়ার, এম. জসিম উদ্দিন মাহমুদ, সাংবাদিক এম. আমান উল্লাহ, এডভোকেট সাঈদ হোসাইন, আব্দুল গফুর মানিকসহ বক্তব্য রাখেন আরো অনেকে।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//