Print Date & Time : 12 May 2025 Monday 10:33 am

চকরিয়ায় সবজি চাষের উপকরণ বিতরণ

চট্রগ্রাম প্রতিনিধি: উপকূলীয় এলাকায় জলবায়ু সহিষ্ণু কৃষি উৎপাদন বিশেষ করে বসতবাড়ীতে সবজি চাষ বাড়াতে এবং উপকূলীয় জনগোষ্ঠির জন্য বিকল্প কর্মসংস্থান ও জীবন জীবিকা নিশ্চিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ নানাবিধ উদ্যোগ নিয়েছে। তারই অংশহিসাবে কক্সবাজার জেলার চকরিয়া উপকূলীয় এলাকায় বসতবাড়ীতে জলবায়ু সহিষ্ণু সবজি চাষ বৃদ্ধি করতে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণসহ নির্বাচিত নারী ও পুরুষদেরকে হাতে কলমে প্রশিক্ষন প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

১৫ ডিসেম্বর ২০২২ চকরিয়া উপজেলার বিএমএর ইউনিয়ন পরিষদ চত্তরে এলাকায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব এরফানুল হক, আইএসডিই এর কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক এম জালাল উদ্দীন, প্রশিক্ষন কর্মকর্মতা আবদুল্লাহ মোহাম্মদ ফাহিম, প্রকল্প কর্মকর্তা সাদিয়া নাসরীন ও শহীদুল ইসলাম প্রমুখ।

একই সাথে বদরখালী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোসাইন আরিফ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব অজয় কুমার রুদ্র, আইএসডিই এর কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক এম জালাল উদ্দীন, প্রশিক্ষন কর্মকর্মতা আবদুল্লাহ মোহাম্মদ ফাহিম, প্রকল্প কর্মকর্তা সাদিয়া নাসরীন ও শহীদুল ইসলাম প্রমুখ।

দৈনিক দেশতথ্য/এসএইচ//