চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট এলাকায় রেললাইন সংলগ্ন বস্তিতে আগুন লেগেছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রন কক্ষ থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post