চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আট জন।
বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ওসি কবির হোসেন।
মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনার রাস্তার মুখে শুক্রবার (২৯ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওসি বলেন, ‘পর্যটকবাহী মাইক্রোবাসটি রেললাইনের ওপর উঠে গেলে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় ছয় জন নিহত হন। মাইক্রোবাসটি টেনে অনেক দূর নিয়ে গেছে ট্রেনটি। নিহতের সংখ্যা বাড়তে পারে।’
তাৎক্ষণিক ভাবে রেল কতৃপক্ষ কোন মন্তব্য করতে রাজি হয়নি।
আর//দৈনিক দেশতথ্য//২৯ জুলাই-২০২২//

Discussion about this post