Print Date & Time : 11 May 2025 Sunday 3:44 am

চট্টগ্রামে নূরের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে মন্তব্যের জেরে বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে চট্টগ্রামে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম মঙ্গলবার (১৪ জুন) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

বিচারক জহিরুল কবীর অভিযোগ শুনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী।।

মামলার বাদী আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম বলেন, গত ১ জুন ঢাকায় ছাত্র যুব অধিকার পরিষদের এক অনুষ্ঠানে নূরুল হক নূর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ‘কুরুচিপূর্ণ ‘মন্তব্য করেন। এ ছাড়া নূর ছাত্রলীগকে নিয়েও ‘খারাপ কথা’ বলেন।

চট্টগ্রাম আদালতে নিজের চেম্বারে বসে নূরের বক্তব্য সম্বলিত ওই অনুষ্ঠানের ভিডিওটি দেখেছিলেন জানিয়ে শাহরিয়ার তানিম বলেন, “আমার সংগঠন ও আমার নেতাকে নিয়ে এ ধরনের মন্তব্য করায় আমি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি করেছি।“

ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক নূর গত বছর অক্টোবরে নতুন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদ নিয়ে মাঠে নামেন। তিনি এ সংগঠনের সদস্য সচিব।

আর//দৈনিক দেশতথ্য//১৪ জুন-২০২২//