Print Date & Time : 20 July 2025 Sunday 10:39 am

চট্টগ্রামে পাহাড় ধসে চার জন নিহত

চট্টগ্রাম আকবর শাহ ও ফয়’স লেক এলাকায় পাহাড় ধসের ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) দিনগত রাত ১টার দিকে আকবর শাহ থানাধীন বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়’স লেকের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লিটন (২৪), ইমন (১৪), শাহীনুর (৩২) ও মাইনুর আখতার (২০)।  

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, রাতে আকবর শাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসে আহত ৫ জনকে চমেক হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস লিডার উচিং মারমা বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ফয়’স লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে উদ্ধার করি। ঘটনাস্থলেই দুইজন মারা যান। অন্যদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে

আর//দৈনিক দেশতথ্য//১৮ জুন-২০২২//